Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় ধানক্ষেত থেকে ২১ বোমা উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় মঙ্গলবার রাতে ধানক্ষেত থেকে ২১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) রাসেল সরোয়ার জানান, রাতে বেতালপাড়া এলাকার সুজা মিয়ার ছেলে মোসলেম উদ্দিনের বাড়ির সামনে ধান কাটা জমিতে একটি বাজারের ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। প্যাকেটের ভেতর কাঠের গুঁড়া ও তার ভেতরে বোমাসদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করে। প্যাকেটের ভেতরে থাকা লাল-কালো স্কচটেপ মোড়ানো ২১টি বোমা উদ্ধার করা হয়।  এগুলো নিস্ক্রিয় করা হবে।  তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর