Saturday, December 6, 2025

জমিয়তে উলামায়ে ইসলাম যশোর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

যশোর প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এই সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর শাখার সভাপতি মাওলানা নাজমুল হক। কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জমিয়ত সভাপতি মাওলানা তালহা এবং যুব জমিয়ত বাংলাদেশের সেক্রেটারি মাওলানা কাউসার আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে জমিয়তের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্তি এনে জমিয়ত দেশের স্বাধীনতার পক্ষে অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমানেও সংগঠনটি দেশের জনগণের অধিকার আদায়ে রাজপথে সোচ্চার।”

বিশেষ অতিথি মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, “জমিয়তের সাদা-কালো পতাকা সংগ্রামের প্রতীক। এটি শুধু ধর্মীয় আন্দোলনের নয়, বরং সামাজিক ও রাজনৈতিক স্বাধিকার প্রতিষ্ঠার প্রতীক। ভবিষ্যতেও এই পতাকা জনগণের স্বার্থ রক্ষায় রাজপথে থাকবে।”

সম্মেলনের শেষে প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নতুন কমিটি ঘোষণা করেন। তিন বছরের জন্য গঠিত ৬১ সদস্যের এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা হারুনুর রশিদ কাসেমী।

নতুন কমিটির উল্লেখযোগ্য সদস্যরা:

  • উপদেষ্টা মণ্ডলী: মাওলানা নাজমুল হক, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা তালহা, মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আকরাম হুসাইন।
  • সহ-সভাপতি: মাওলানা বেলাল হুসাইন, মুফতী মাহমুদুল হাসান যশোরী, মুফতী আবদুর রহমান এযাযী।
  • যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতী নাঈমুর রহমান, মুফতী আনোয়ারুল ইসলাম।
  • সাংগঠনিক সম্পাদক: মাওলানা আশরাফ আলী এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ।
  • প্রচার সম্পাদক: মাওলানা মাহমুদুল হাসান।
  • অর্থ সম্পাদক: মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

নবগঠিত কমিটিতে আরও অন্তর্ভুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার মারুফ, হাফেজ আবু দাউদ, মাওলানা ফারুকুল ইসলামসহ আরও অনেক বিশিষ্ট আলেম।

সম্মেলনে বক্তারা জমিয়তের আদর্শকে বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের সদস্যদের সতর্ক ও সক্রিয় থাকার পরামর্শ দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর