Saturday, December 6, 2025

যশোরে পরিবেশ দূষণের অভিযোগে স্ক্যান হসপিটালের বিরুদ্ধে মামলা

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক কাজী আনোয়ারুল হকের বিরুদ্ধে সোমবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা এবং তরল বর্জ্য ভৈরব নদে ফেলে দূষণ করার অভিযোগে পরিবেশ অধিদফতর যশোরের রিসার্স অফিসার সৌমেন মৈত্র মামলাটি করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদফত যশোরের রিসার্স অফিসার সৌমেন মৈত্র সম্প্রতি স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দেখতে পান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানের তরল বর্জ্য পৌরসভার ড্রেনের মাধ্যমে ভৈরব নদে ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এ কারণে কার্যক্রম বন্ধের জন্য পরিবেশ অধিদফতরকে পত্র দেওয়া হয়। কিন্তু সেখান থেকে পত্রের কোনো জবাব দেওয়া হয়নি। এ কারণে মামলা করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর