যশোর শহরের পালবাড়ি মোড়ে পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন (২৭) গুরুতর আহতের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় পালবাড়ি মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে, মারুফ হোসেন সুকর্ণ সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক কামাল হাওলাদারকে আটক করেছে পুলিশ। লিটন ট্রাভেলস বাসের ওই চালককে সোমবার রাতে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ সহ অন্যান্যরা।
এ সময় জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে হবে। একনেকের অধীনে মেয়াদ বৃদ্ধি করে অর্থ অপচয় বন্ধ করতে হবে।
রাশেদ খান বলেন, “আমরা নিরাপদ মহাসড়ক চাই। মেধাবী শিক্ষার্থীদের এভাবে সড়কে ঝরে যেতে দিতে পারি না। নিম্নমানের বিটুমিন ব্যবহার ও দুর্নীতির মাধ্যমে যারা মহাসড়কের ক্ষতি করেছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক সংস্কার করতে হবে। তারা সড়ক দূর্ঘটনার লাগাম টানতে তারা প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে ঘোষনা দেন।
এদিকে, পুলিশ জানায়, এ ঘটনায় আটক কামাল হাওলাদার যশেরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিম পাড়ার মোতালেব হাওলাদারের ছেলে। তিনি লিটন ট্রাভেলসের ঢাকা মেট্রো-ব-১২-১৯৭৭ বাসের চালক। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের এবং মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







