Saturday, December 6, 2025

সিরাজগঞ্জে দুই কৃষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক মকবুল হোসেন ও সাইফুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং যাবজ্জীবনপ্রাপ্ত ৮ আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হাসানুর রহমান হাসু,  কাওসার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন,  মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন ও আব্দুল আওয়াল।

২০১৭ সালের ২১ জানুয়ারি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামে কৃষক সাইফুল ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। এ ঘটনায় মকবুল হোসেন ও সাইফুল ইসলাম গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলায় বাড়িঘর ভাঙচুরসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

ঘটনার পর শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মামলার শুনানিতে ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড, ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং প্রমাণের অভাবে ৩৯ জনকে বেকসুর খালাস দেন।

মামলার রায় ঘোষণার পর অতিরিক্ত সরকারি কৌঁসুলি হামিদুল ইসলাম দুলাল জানান, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর