Friday, December 5, 2025

পুটখালী ইউনিয়ন বিএনপির কর্মী খোকন ধাপকের মৃত্যুতে শোকের ছায়া

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোল ৫ নং পুটখালী ইউনিয়ন বিএনপির কর্মী খোকন ধাপক আর আমাদের মাঝে নেই। স্ট্রোকজনিত কারণে তিনি গত রাত সাড়ে ৩টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

গত ৪ জানুয়ারি, শনিবার জোহরের নামাজ শেষে পুটখালী গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আশরাফুল আলম বাবু, বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব সহিদ আলী, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মফিজুর রহমান, পুটখালী ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আব্দুল কাদের, বাবলু, অলিয়ার রহমান, এবং বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসী।

খোকন ধাপকের মৃত্যুতে তার পরিবার এবং রাজনৈতিক সহযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। তার স্মৃতি সবাইকে শোকাহত করে তুলেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর