ক্রিকেট ম্যাচে তুঘলকী কান্ড ঘটিয়ে জরিমানা গুনতে হচ্ছে মুশফিকুর রহিমকে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়ম ভাঙায় তাকে ম্যাচ ফি’র ২৫ ভাগ জরিমানা করা হয়েছে। এছাড়াও তার শৃঙ্খলার রেকর্ডে যোগ হয়েছে ১টি ডিমেরিট পয়েন্টও।
সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ফিল্ডিংয়ের সময় আফিফ হোসেন ধ্রুব’র ক্যাচ ধরা নিয়ে সতীর্থ নাসুম আহমেদের উপর চড়াও হন বেক্সিমকো ঢাকার দলপতি মুশফিকুর রহিম। এমনকি তাকে একাধীকবার মারতেও উদ্যত হন। যা কীনা বিসিবি’র বিধি অনুযায়ী ১নং লেভেলের অপরাধ বলে পরিগণিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বিসিবি’র শৃঙ্খলা নিয়মের ৭.৫ অনুচ্ছেদ অনুযায়ী একই টুর্নামেন্টে মুশি যদি চার বা তার অধীক ডিমেরিট পয়েন্ট পান তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল মিলে টুর্নামেন্টে আর মাত্র ২টি ম্যাচ অবশিষ্ট আছে।মুশফিকুর রহিম বিসিবি’র এই শাস্তি মেনে নিয়েছেন বিধায় শুনানির প্রয়োজন পড়েনি।
অনলাইন ডেস্ক







