Sunday, September 28, 2025

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

জামালপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা জান্নাতকে (২২) হত্যার অভিযোগে স্বামী উজ্জ্বল মাহমুদ (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামের মজনু মিয়ার ছেলে বাংলাদেশ আনসারে কর্মরত উজ্জ্বল মাহমুদের সঙ্গে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর তাহমিনাকে যৌতুকের দাবিতে নির্যাতন ও গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করতেন স্বামী উজ্জ্বল। একই বছরের ১৮ এপ্রিল রাতে উজ্জ্বল নিজ বাড়িতে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে।

পরে স্থানীয়রা পুলিশে  থানায় খবর দিলে পুলিশ তাহমিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরের দিন ২০২৩ সালের ১৯ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে উজ্জ্বলকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা ৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে মামলার প্রধান আসামি উজ্জ্বল মাহমুদের উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সবাইকে খালাস দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফজলুল হক ও আসামিপক্ষে ছিলেন মাহমুদুল হাসান পলাশ। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

অনলাইন ডেস্ক/জয়–

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর