Friday, December 5, 2025

লোহাগড়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠের জিয়া মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে র‍্যারী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠের জিয়া মঞ্চে এসে শেষ হয়।

জিয়া মঞ্চে উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম গিয়াস উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা সদস্য সচিব মোঃ মাহাবুব রহমান রাজের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি চঞ্চল, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইন্ঞ্জিঃ তাইবুল হাসান, মোঃ নাজমুস সাকিব,রিয়াজুল ইসলাম মুন্না, মোঃ লিমন, তাহসিন প্রমুখ।

এছাড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌর সভার ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রাতদিন সংবাদ/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর