Friday, December 5, 2025

শার্শায় পৃথক অভিযানে মাদক কারবারিসহ দুইজন আটক

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শায় পৃথক অভিযানে একজন মাদক কারবারি ও একজন গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত আসামি মোট দুইজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তাদের দুইজনকে আটক করা হয়।
আটকেরা হলেন, শার্শা থানার পুটখালী কলুপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে কামরুজ্জামান ও বাগুড়ী গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে হাফিজুল রহমান।
থানা সূত্রে জানা গেছে, পাঁচভূলট গ্রাম ধেকে ১০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ কামরুজ্জামানকে হাতেনাতে আটক করেন। পৃথক আর একটি অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি হাফিজুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকালে আসামি দুইজনকে  আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-০৯
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর