Friday, December 5, 2025

বেনাপোলে ব্যবসায়ী ও সমাজসেবক আজিম উদ্দীনের নামে মিথ্যা সংবাদের নিন্দা

শার্শা ও বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দরে একটি গার্মেন্টস পণ্য চালান জব্দের ঘটনায় জারিন এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্সি ও তার মালিক আজিম উদ্দীন গাজীকে জড়িয়ে স্বার্থন্বেষী মহলের মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী মহল।

ব্যবসায়ী আজিম উদ্দীন গাজী জানান, ঢাকার গাজীপুরের “শিশির নিটিং” নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৮১ প্যাকেজ বা ২৮ হাজার ৩০০ কেজি মালামাল আমদানি করে, যার বিল অব এন্ট্রি নম্বর ১১০৭৬৯। এই পণ্য চালানটি ছাড়করণের দায়িত্ব পায় তার সিঅ্যান্ডএফ এজেন্সি “জারিন এন্টারপ্রাইজ”।

তিনি আরও জানান, আমদানিকারক পণ্য চালানে অনিয়মের অভিযোগ তুলে কাস্টমস কর্তৃপক্ষ পরীক্ষার জন্য পণ্যচালানটি সাময়িকভাবে জব্দ করে। কাস্টমস কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়ায় রাজস্ব পরিশোধ নিশ্চিত করার পর পণ্য চালান খালাসের অনুমতি দেয়। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে তাদের কাজ শুধুমাত্র আমদানিকারকের প্রতিনিধি হয়ে শুল্ক পরিশোধের প্রক্রিয়ায় কাস্টমসকে সহযোগিতা করা।

আজিম উদ্দীন গাজী অভিযোগ করেন, একটি স্বার্থন্বেষী মহল মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে ও আমার প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। এতে আমার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে। এই মিথ্যা ও আক্রোশমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বেনাপোলের বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতা ও সাধারণ ব্যবসায়ীরা জানান, আজিম উদ্দীন গাজী একজন সৎ ও সুনামধন্য ব্যবসায়ী। তিনি সামাজিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি গ্রামের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি এবং ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ব্যবসায়ী মহল এই ষড়যন্ত্রমূলক সংবাদের নিন্দা জানানোর পাশাপাশি সাংবাদিকদের সত্য সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রাতদিন সংবাদ/আর কে-০৭

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর