আটককৃতরা হলেন, নড়াইল জেলার সাতবাড়িয়া গ্রামের নাসির গাজীর স্ত্রী সিদ্দীকা বেগম (২৩), নাসির গাজীর মেয়ে নাসিমা (৪) এবং চৌগাছা থানার ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে শাহিন আলম (৩০)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিজিবির এই বিশেষ অভিযান পরিচালিত হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা কার্যক্রম ও টহল জোরদার করেছে। এর অংশ হিসেবে বেনাপোল বিওপি, শিকারপুর বিওপি, আন্দুলিয়া বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৪ হাজার ৪৯০ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে ফেন্সিডিল, বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি পিস, তৈরি পোশাক, কম্বল এবং বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক সামগ্রী রয়েছে।
এছাড়া, শিকারপুর বিওপি টহলদল পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমকালে এক নারী ও শিশুকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে মালামাল পাচার করে শুল্ককর ফাঁকি দিচ্ছে, যা দেশীয় শিল্পের ক্ষতি করছে এবং রাষ্ট্রীয় রাজস্ব আয় কমাচ্ছে।
এ ধরনের মাদকবিরোধী ও চোরাচালান দমনে বিজিবির অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-১৫







