কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সৈকতে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মরদেহের পরিচয় মেলেনি। একদিন পেরিয়ে গেলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
থানা-পুলিশ জানায়, বৃহসম্পতিবার সেন্টসার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন এলাকা থেকে একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির বয়স ৩০-৩৫ বছর। মরদেহের পরনে কালো রঙের প্যান্ট, সাদা শার্ট এবং হাত, পা রশি দিয়ে বাধাঁ এবং চোখ কাপড় মোড়ানো ছিল। এছাড়া অনেকগুলো ছুরিকাঘাতের দাগ ছিল শরীরজুড়ে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল বাতেন বলেন, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে হত্যা করে ওই ব্যক্তিকে সাগরে ফেলে দেওয়া হয়। কারা, কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।







