বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক ঝিকরগাছা থানার নন্দিডুমুরিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতিক হাসান (২৫) কে আটক করা হয়েছে।
সোমবার ঝিকরগাছা থানার নন্দিডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয় এবং আতিক হাসানকে আটক করা হয়।
আটককৃত হলেন, বেনাপোল পাটবাড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে আতিক হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ব্যবসায়ী মনিরের গ্যারেজ থেকে একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ইজিবাইক চুরির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আর কে-০৬







