স্টাফ রিপোর্টার, বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন, যশোর অভয়নগর থানার গাইতগাছী গ্রামের ইউসুফ কাজীর ছেলে রনি হোসেন (২৬)।
জানা যায়, রবিবার (৮ ডিসেম্বর) সকলে বেনাপোল বাজার গাজী মেডিকেলের সামনে যশোর-বেনাপোল রাস্তার গাঁজাসহ একজন অবস্থান করছে। এসময় পুলিশ অভিযান পরিচালনা করে গাজাঁসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন ।







