আফজাল হোসেন চাঁদ:যদিও মানছি দুরত্ব তবুও আছি সংযুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ঝিকরগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. তপনেশ্বর রায়, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার আনোয়ারা বেগম, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আব্দুল কাদের, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহানাজ বেগম, অফিস সহকারী আবু হেনা মোস্তফা কামাল, শাহ জালাল, হিসাব সহকারী তপন রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ।







