Saturday, December 6, 2025

নিহত টিটোর জানাজা সম্পন্ন

যশোরের বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় নিহত নৌকার কর্মী খলিলুর রহমান টিটোর (২৮) জানাযা সম্পন্ন হয়েছে। টিটো ওই গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।শুক্রবার (১১ ডিসেম্বর) সাড়ে চারটায় জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ ইউনুস আলী, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সম্পাদক আব্দুল হামিদ ডাকু, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেন ও সম্পাদক বিএম শাহজালাল প্রমুখ। এর আগে বিকেল সাড়ে তিনটায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নৌকা প্রতিকের ভিক্টোরিয়া পারভীন সাথী নিহত টিটোকে শেষবারের মত দেখতে ও তার শোকাহত পরিবারকে সান্তনা দিতে বেতালপাড়া গ্রামে আসেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর