Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় টিটো নিহতের ঘটনায় দিলু সহ ১৭ জনের নামে মামলা

যশোরের বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের  কর্মী খলিলুর রহমান টিটো (২৮)  নিহতের ঘটনায় ১৭ জনের নামে বাঘারপাড়া থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের চাচা বদর উদ্দীন বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি রাত সাড়ে ১০ টায় রাতদিন নিউজকে নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন । মামলায় আনারস প্রতীকের প্রার্থী দিলু পাটোয়ারী ও তার ভাই জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম প্রকাশ করেন নি ওসি সৈয়দ আল মামুন। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। একইসাথে আসামিদের আটকের চেষ্টাও চলছে। মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন বাঘারপাড়া থানার এসআই আনসার আলী। উল্লেখ, বুধবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বেতালপাড়া হাইস্কুল মাঠে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে টিটো আহত হয়েছিলেন।  টিটোর মৃত্যু সংবাদ এলাকায় এসে পৌঁছালে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে নবীনগরে অ্যাম্বুলেন্সের মধ্যে টিটোর মৃত্যু হয়। এ বিষয়ে নির্বাচনের দিন বাঘারপাড়ায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর