শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শার গোগায় ২১৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে চাল বিতরণ করেন বিএনপি নেতা সুলতান আলী।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকালে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে চাউল বিতরণ করেন।
এসময় সুলতাল আলী বলেন,দীর্ঘ ১৭ বছর গোগা ইউনিয়নে বিএনপির নেতাকর্মিরা সুবিধা বঞ্চিত ছিলো। এখন সুসময় এসেছে। অনেকদিন থেকে ইচ্ছা ছিলো সুবিধা বঞ্চিতদের মাঝে কি করতে।নিজস্ব অর্থায়নে তাদের মাঝে চাউল দিতে পেরে খুব খুশি হয়েছি। সবার কাছে তার জন্য দোয়া কামনা করে এ চাউল বিতরন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় ২১৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,গোগা ৫ নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাবেক সভাপতি সোলাইমান হোসেন,প্রচার সম্পাদক শফিকুল ইসলাম,বিএনপি নেতা অজিয়ার রহমান,ইক্রামুল হোসেন,আব্দুল ওহাব সহ এলাকার গণ্যমন্য ব্যক্তিবর্গ।







