মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শার্শা উপজেলার পল্লীতে বিশেষ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ৩০ নভেম্বর) উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের সানাতনকাটি গ্রামে নিজের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করেন শার্শার গণমানুষের নেতা, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
দোয়া মাহফিলে স্থানীয় হাফেজ, আলেম-ওলামা ও এলাকার নারী পুরুষ অংশ নেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন কারাবরণ এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গৃহবন্দী থাকার কষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার বিষয়টি তুলে ধরে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।







