Friday, December 5, 2025

যশোরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

যশোর-১ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মফিকুল ইসলামকে পরিবর্তনের দাবিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে। উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের অনুসারীরা এ দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে যশোর–বেনাপোল মহাসড়কে কাফনের কাপড় পরে অবস্থান নিলে পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছরের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে বাদ দিয়ে হঠাৎ করে সংস্কারপন্থী হিসেবে পরিচিত এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা সতর্ক করে বলেন—দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে আন্দোলন আরও কঠোর হবে।

উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন,
“মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সে প্রত্যাশাতেই আন্দোলন করছি। এই সিদ্ধান্ত সংশোধন না করলে আসনটি ঝুঁকিতে পড়বে।”

মহিবুল নামে এক নেতা মন্তব্য করেন,“১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন আমাদের পাশে ছিলেন। মাঠের বাস্তবতাও বলে—তাদের দুজনের মধ্যে কাউকে ছাড়া জয় পাওয়া সম্ভব নয়।”

যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, “দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন না, তাদের হঠাৎ মনোনয়ন দেওয়া হচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। অতিথি পাখির মতো এসে মনোনয়ন নেওয়া আমরা সহ্য করবো না।”

একপর্যায়ে বিক্ষোভকারীরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার পর থেকেই এ নিয়ে তুমুল আলোচনা চলছে—মনোনয়ন প্রশ্নে দলের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হচ্ছে কি না, সেই প্রশ্নও এখন সামনে এসেছে।

এদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি অন্যদিকে শার্শায় নেতাকর্মীদের এমন কর্মসূচীকে ঘিরে ব্যাপক সমালোচনা চলছে উপজেলা জুড়ে। বিষয়টি অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন।

বিশেষ প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর