মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার আয়োজনে পালিত হয়েছে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিভিন্ন এলাকা থেকে আগত জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ।
আর কে-০৪







