মাহফুজুল ইসলাম মন্নু,লোহাগড়া প্রতিনিধিঃ- নড়াইলের লোহাগড়ার বিএনপির উপজেলা ও পৌর শাখার দলীয় ৩ পদের নির্বাচন জমে উঠেছে । প্রার্থীরা বিগত ১ মাস ধরে ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন সমর্থন ও ভোট পাওয়ার জন্য। দলীয় নির্বাচন কমিটি সুত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘষোনা করা হয়েছে। ভোটার সংখ্যা উপজেলায় ৯০০ শতর বেশী ও পৌর সভায় ভোটার সংখ্যা সাড়ে 8০০ শতর বেশী। গত ১৬ অক্টোবর প্রার্থী বাছাইয়র পর মার্কা পাওয়ার পর থেকে প্রার্থীরা স্ব স্ব নেতা কর্মীদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দারে দারে দৌড়ঝাপ শুরু করেছেন। চোখের ঘুম হারাম হয়ে গেছে প্রার্থীদের। উপজেলায় সভাপতি প্রার্থীরা হলেন,উপজেলা আহবায়ক জিএম নজরুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক আছাদুজ্জামান জামান,আহাদুজ্জামান বাটু,সাবেক জিএস সাচ্চু ,মিয়া, আাবু হায়াত সাবু, ও রবিউল ইসলাম পলাশ। সাধারন সম্পাদক পদে প্রার্থী হলেন,উপজেলা সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম কাজী ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান,ও সাংগঠনিক পদে প্রার্থী হলেন, মোঃ আজিজার রহমান,ডা.মিজানুর রহমান,মোঃ ওয়াহিদুজ্জামান,মোঃ শাহাআলম, মোঃ জামসেদ হোসেন ও অনু হোসেন। এদিকে পৌরসভার সভাপতি পদে প্রার্থী হলেন,সাবেক কাউন্সিলর মোঃ মিলু শরীফ,সৈয়দ সবুর আলী,মোঃ বিপ্লব রহমান ও মোঃ নজরুল ইসলাম। সাধারন সম্পাদক পদে প্রার্থী হলেন, মোঃ রবিউল ইসলাম রবি,মোঃ মশিয়ার রহমান সান্টু,মোঃ আজাদ রহমান ও মোঃ আকিদুল ইসলাম । এবং সাগঠনিক পদে প্রার্থী হলেন, মোঃ এসএ সাইফুল্লাহ মামুন ও মোঃ জহির হোসেন। শেষ পর্যন্ত ভোটারদের মন যে বেশী জয় করতে পারবে তারাই হবে বিজয়।
রাতদিন সংবাদ,জয়-







