খুলনা ফুলতলা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রুহুল আমিন রনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (ইউআরসি) নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে শিক্ষায় অনার্স ও মাস্টার্স করা রুহুল আমিন রনি যুক্তরাজ্যের ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বোল্টন থেকে শিক্ষা ব্যবস্থাপনায় অপর মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। রনি শৈশবকাল থেকেই সংগীতে অনুরক্ত একজন ব্যক্তি। তিনি একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ মোমিন ও রোকেয়া বেগমের পুত্র রনি ফুলতলা উপজেলার প্রাথমিক শিক্ষায় বিভিন্ন উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করে চলেছেন,যাতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পারিবারিক জীবনে রুহুল আমিন বিবাহিত। স্ত্রী কামরুন নাহার কামিনী এবং দুই পুত্র তাহমিদ আমিন ও তাশরিফ আমিন। তিনি ২০২৩ সালে খুলনা জেলা জেলার শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (ইউআরসি) নির্বাচিত হয়েছিলেন। রনি বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা গবেষণামূলক প্রবন্ধ, নিবন্ধ লিখে থাকেন।
-রাতদিন সংবাদ







