Friday, December 5, 2025

যশোর জেলা বিএনপির উদ্যোগে কেশবপরের বন্যর্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ যশোর জেলা বিএনপির উদ্যোগে কেশবপুরে পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কেশবপুর পৌরসভা ও আশপাশের ইউনিয়নের ঘর বাড়িতে পানি থাকায় তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র অবস্থান করছেন।

শনিবার সকালে মধ্যকুল, হাবাসপুর ও ভবানীপুর গ্রামের মানুষ যশোর টু চুকনগর সড়কের দুই পাশে টোংঘর বেঁধে অবস্থান করেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, কেশবপুর সরকারি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ৩০১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রতিটি প্যাকেটের মধ্যে চাল, ডাল, আলু, তেল, চিরে, মুড়ি, চিনি আছে।

খাদ্য সামগ্রী বিতরণে যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হাসান আজাদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ জেলা, উপজেলা, পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর