Friday, December 5, 2025

কেশবপুরে আ’লীগ ও যুবলীগের চারজন নেতা গ্রেপ্তার

যশোরের কেশবপুরে গত দু’দিনে চারজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু এবং দোরমুটিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান।

শুক্রবার শাহাদাৎ হোসেন ও তৌহিদুর রহমানকে এবং বৃহস্পতিবার আল আলাল দিলু ও হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-১৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর