Friday, December 5, 2025

যৌন হয়রানির পর এবার বাবর আজমের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন হামিজা মুখতার। এরপর থেকেই জীবন বিপন্ন হওয়ার শঙ্কায় রয়েছেন তিনি। এমনকি এরইমধ্যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ফলে লাহোরের কাহ্না পুলিশ স্টেশনে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন হামিজা।

অভিযোগপত্রে হামিজা উল্লেখ করেছেন, সম্প্রতি কাহ্না পুলিশ স্টেশনের সামনে মোটরবাইকে করে আসা অস্ত্রধারী এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন। তিনি বলেন, আমার জীবন এখন শঙ্কার মুখে। গত কয়েকদিন ধরেই আমি ক্রমাগত মৃত্যুর হুমকি পাচ্ছি।এমতাবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরানের খানের কাছে নিরাপত্তা চেয়েছেন হামিজা। তাকে হত্যাচেষ্টার অভিযোগপত্রের কথা নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে শিগগিরই তদন্ত করা হবে বলেও জানা গেছে।এর আগে গত শনিবার (৫ ডিসেম্বর) পাকিস্তানের লাহোরে সংবাদ সম্মেলন করে বাবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন হামিজা। তিনি জানান, ক্রিকেটে পরিচিতি পাওয়ার আগে বাবরের সঙ্গে তার ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অনেকবার অবৈধ শারীরিক সম্পর্ক গড়েছেন এই ক্রিকেটার।হামিজা আরো জানান, ধর্ষণের পর তার গর্ভে বাচ্চা এলে সেটিকে গর্ভপাত করাতে বাধ্য করেন বাবর। প্রমাণ হিসেবে সেসবের চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রও জমা দিয়েছেন অভিযোগকারী নারী। এর আগে পাকিস্তানের নাসিরাবাদ পুলিশ স্টেশনে বাবরের বিরুদ্ধে মামলা করাতে গেলে সেসময় তাকে আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মামলা ফিরিয়ে নিতে অনুরোধ করেন বাবর।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, ক্রিকেটে অর্থ-খ্যাতি আসার পর বাবর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এই ক্রিকেটার যখন তাকে ফিরিয়ে দেন তখন আবারো থানায় অভিযোগ করতে যান। তবে সেসময় থানায় তার অভিযোগ নেয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।নিজেদের সম্পর্কের ব্যাপারে হানিজা জানান, বাবর এবং তিনি সহপাঠী ছিলেন। ২০১০ সালে বাবর তাকে বলেন যে ২০১১ সালে তারা কোর্টে রেজিস্ট্রেশন করে বিয়ে করবেন। কিন্তু পরের বছর যুব বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়ে তারকা হয়ে ওঠার পর তাকে ভুলে যান বাবর।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর