স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : অপহরণের পর ৪ দিন অতিবাহিত হলেও বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী ও এইচএসসি পরীক্ষার্থী এখনো উদ্ধার হয়নি।
সে দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রামের শাহিদুর রশিদ টিটো’র মেয়ে।
সোমবার (২ সেপ্টম্বর) দুপুরে উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের সালামত এর বাড়ির পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে অপহরণ করা হয়। অভিযুক্ত নিজাম উদ্দিন (৫০) এর নেতৃত্বে পরীক্ষার্থীকে উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
অপহৃত পরীক্ষার্থীর পিতা অভিযোগে উল্লেখ্য করেছেন, নিজাম উদ্দিন একজন মাদকাসক্ত ব্যক্তি, দীর্ঘদিন যাবৎ তার মেয়েকে হয়রানি করে আসছিল। সোমবার দুপুরে তার মেয়ে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে সৈয়দ মাহমুদপুর গ্রামের সালামত এর বাড়ির পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় নিজাম উদ্দিনসহ অজ্ঞাতনামা আসামিরা। তিনি থানা পুলিশকে জানালে পুলিশের গড়িমসিরও অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি , থানা পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা নিবে।







