বাঘারপাড়া অফিস:- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকালে উপজেলার চৌরাস্তা মোড়ে সম্প্রীতি ছাত্র সমাবেশ অনষ্ঠিত হয়েছে । এদিনের সমাবেশে যশোর জেলা পূর্বের অফিস সম্পাদক মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার আমীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যপক গোলাম রসূল।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাধারণ সম্পাদক অধ্যপক গোলাম কুদ্দুস, বাঘারপাড়া উপজেলা আমির মাও: রফিকুল ইসলাম, নায়েবে আমির মাও: আব্দুস সাত্তার । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় পরিষদ সদস্য যশোর শহর শাখার ছাত্রনেতা মোস্তফা কামাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্বের সভাপতি রাকিব হাসান, বক্তব্য রাখেন বোরহান উদ্দীন, নাজিরুল ইসলাম সায়াদ, এবি এম মুন্তাসির, রানা ইসলাম, আবু হুযাইফা প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তারা বলেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, এদেশের ছাত্রদের রক্তের বিনিময়ে আবারও স্বাধীন হয়েছে বলে আজ মন খুলে কথা বলতে পারছি। ফ্যাসিবাদি সরকারের পতনের পর যে ভাবে কথা বলছি মনে হয় আগে কথনো তা কলতে পারিনি। অনুষ্ঠানে শহিদদের স্বরনে দোয়া ও আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা পূর্বের সাহিত্য বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ হুসাইন ।
রাতদিন সংবাদ,জয়-







