Friday, December 5, 2025

বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘারপাড়া অফিস: বাঘারপাড়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার(১৯আগষ্ট) বিকালে উপজেলা চৌরাস্তা মোড়ে শত শত কর্মী সমর্থকের উপস্থিতিতে কোরআন তেলয়তের মধ্য দিয়ে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। বিকালে বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে চৌরাস্তা মোড়ে হাজির হন। এদিনের অনুষ্ঠানে মোঃ বিল্লাল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইন্জিনিয়ার রবিউল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান মিলন, মোস্তফা আমির ফয়সাল,বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মণা বিশ্বাস, উপজেলা বিএনপি’র আহবায়ক শামছুর রহমান, উপজেলা সাবেক চেয়াম্যান মশিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দীকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু,মাসুদ আলম টিপু, নাজমুল আল মামুন সের আলী,জাকির হোসেন সুদ। উপজেলা যুব দলের আহবায় এখলাস হোসেন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো: সেলিম রেজা,পৌর যুবদলের আহবায়ক হিরু আহম্মেদে, আবু হুরাইরা আশা, বিল্লাল হোসেন, শাহিন রেজা,লাভলুর রহমান, মেফতা উদ্দীন সিকদার, পারভেজ হোসেন প্রমুখ। বক্তারা দল গঠনের উপর জোর দিয়ে বলেন,বি এনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এখন দল গঠন করবে।

রাতদিন সংবাদ/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর