আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঝিকরগাছাবাসী প্রশংসার দাবি রাখে। এছাড়াও আইন শৃংখলা রক্ষার্থে যে কোন পরিস্থিতিতে আপনারা সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশের সহযোগিতা পাবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট রাফি। তিনি যশোরের ঝিকরগাছায় আইন শৃঙ্খলা রক্ষায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শনিবার দুপুরে ঝিকরগাছা থানায় আয়োজিত শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ, থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, উপজেলা বিএনপির নেতা মোর্ত্তাজা এলাহী টিপু, বিএম স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সাংবাদিক তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসলাম উদ্দিন, তৌহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার আব্দুল আলীম, উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আকবর হোসাইন, পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র অধিকারী, সাধারণ সম্পাদক তড়িৎ পাল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার ঘোষ সহ আরও অনেকে।
এসময় বক্তরা তাদের বক্তব্যে বলেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হিন্দুদের উপর নির্যাতনের বিষয়ে বিএনপিকে দোষারোপ করেছে।
ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ঝিকরগাছা থানা বিএনপির নেতৃত্বে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। তারা আরো বলেন, বর্তমানে ঝিকরগাছা অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এছাড়া বাজার মনিটরিং এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ইউনিয়নে, পাড়া মহল্লায়, শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান। বর্তমানে শিক্ষার্থীরা বাজারে ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে রয়েছেন বলে দাবী করেছেন।
আর কে-০৮







