আজম খাঁন(বাঘারপাড়া)প্রতিনিধি:এমপি রনজিৎ কুমার রায় বলেছেন, বিজ্ঞান আমাদের অভিশাপ নয়, বিজ্ঞান আমাদের আর্শীবাদ। সেজন্য তরুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নতুন আবিষ্কারের বিষয়ে উৎসাহী করতে হবে। মঙ্গলবার সকালে বাঘারপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিথিকা বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল-আজাদ। মেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহনকারি বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। মেলায় জুনিয়র মাধ্যমিক পর্যায়ে ৯ টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩ টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।
বিজ্ঞান অভিশাপ নয়, আর্শীবাদঃএমপি রনজিৎ কুমার রায়







