বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (২৭ জুলাই)। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করে শ্রদ্ধা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে সংগঠনটি।
১৯৯৪ সালের ২৭ জুলাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবক লীগ। এদিন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন।
শুক্রবার (২৬ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সব স্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বিএনপি-জামায়াতের ‘গত কয়েকদিনের নৈরাজ্য’ প্রতিরোধে অংশ নেওয়া সব নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কর্মসূচি
চলমান পরিস্থিতি বিবেচনায় স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত করে সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন ও বৈদেশিক শাখাগুলোকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন, বিএনপি-জামায়াতের ‘তাণ্ডবে নিহতদের’ বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিপুলসংখ্যক আহত নেতাকর্মীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাতদিন-ডিজিটাল ডেস্ক/জয়-







