Friday, December 5, 2025

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

যশোরের বাঘারপাড়ার তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভজন বিশ্বাস (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি ছাতিয়নতলা দক্ষিণ বলরামপুর গ্রামের মৃত রাধাকান্তের ছেলে।মৃতের বড়ভাই সাধন বিশ্বাস জানান, সোমবার বিকেলে ভজন বিশ্বাস তাঁরাগঞ্জ গ্রামে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁরাগঞ্জ বাজারে পৌঁছালে নড়াইলগামী একটি বাস তাকে ধাক্কা মারে। এতে তিনি বাইসাইকেল থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ১০ মিনিটে মৃত্যু হয়।

রাতদিন নিউজ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর