Friday, December 5, 2025

বাঘারপাড়ায় নৌকা ও আনারস প্রতিকের কর্মীদের মধ্যে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা

যশোর বাঘারপাড়া উপজেলার উপনির্বাচনকে কেন্দ্র করে আলাদীপুর বাজারে নৌকা ও আনারস প্রতিকের সমার্থকদের মধ্যে মারপিটের অভিযোগে থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। রোববার রাতে আলাদীপুর গ্রামের জাহিদ সরদার ও বারভাগ গ্রামের ওলিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। দুই মামলায় উভয় পক্ষের ৫৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করে সোমবার আদালতে সোপর্দ করেছে।
মামলার অভিযোগে জানা গেছে, ২৯ নভেম্বর রাতে জাহিদ সরদার আলাদিপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় ওলিয়ার রহমানের নেতৃত্বে একদল লোক ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ওলিয়ার রহমানের হুকুমে কুপিয়ে জখম করে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে ছেলে বাপ্পা, চাচাতো ভাই তালেব সরদারকে মারপিট করে জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। এ ব্যাপারে ওই রাতে জাহিদ সরদার বাদী হয়ে ১৯ জনের নামউল্লেখসহ অপরিচিত ৩০/৪০ জনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। আসামিরা হলেন বারভাগ গ্রামের হিরক, জাহিদ, ওলিয়ার রহমান, সোহান, নয়ন, ইমরান, সাহাবুদ্দিন, রাজু, সুমন, মাহাবুব গাজী, মামুন, জাকের, রায়হান, সাগর, জয়রামপুর গ্রামের ইকরামুল, নিত্যনন্দপুর গ্রামের বিপুল, টুটুল, ফজলুর রহমান, আলাদীপুর গ্রামের আকতার।
অপরদিকে ওলিয়ার রহমান লোকজন নিয়ে সন্ধ্যায় আলাদীপুর বাজারে নৌকার পক্ষে প্রচারনা করছিলেন। এমন সময় জাহিদ মেম্বরের নেতৃত্বে একদল লোক তার জামাতা রাজু আহম্মেদের উপর হামলা করে। রাজুকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা মারপিট করে আহত করে। এ ব্যাপারে ওলিয়ার রহমান বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অপরিচিত ২০/৩০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিরা হলো আলাদীপুর গ্রামে জাহিদ সরদার, বাপ্পা, শহিদ সরদার, ইকবাল, বারভাগ গ্রামের সাহেব আলী, সুজন, আতিক সরদার, নিত্যনন্দপুর গ্রামের হালিম, শফিকুল, জয়রামপুর গ্রামের অপু, শাহীন মোল্লা, রাধানগর গ্রামের বিল্লাল, শাজাহান ধাবক, বাররা গ্রামের রফিক, আজাহার, মীরপুর গ্রামের মুন্সি বাহার উদ্দিন, দোহাকুলা গ্রামের শামসুর রহমান, হালদা গ্রামের শরিফুল, মুন্না, বেতালপাড়ার রবিউল, রবিউল কানা, হারুন নাপিত, রাজিব, উত্তর চাঁদপুর গ্রামের শিপন লস্কর, মাঝিয়ালি গ্রামের সেলিম বিশ্বাস, হিংগারপাড়া গ্রামের কৌশিক শিকদার, ডাক্তার মিজানুর, জোহরপুর গ্রামের নান্টু সরকার, খন্দকার কামাল, উত্তম বিশ্বাস, সেলিম খন্দকার, হলিহট্ট গ্রামের মাসুদুর রহমান, জসিম, রশিদ ও জয়পুর গ্রামের আলী আজগর হৃদয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর