যশোরে অস্ত্র মামলায় ঝিকরগাছা উপজেলার শফিকুল ইসলাম শফি নামের এক অস্ত্রকারবারীকে ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম ঝিকরগাছার মাটশিয়া উত্তর পাড়া গ্রামের আরশাদ আলীর ছেলে ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ জুন ডিবি পুলিশের কাছে খবর আসে শফিকুল ইসলাম শফি নিজ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এ ঘটনায় যশোর জেলা গোয়েন্দা শাখার এএসআই সাজিব হোসেন তাৎক্ষনিক তার টিম নিয়ে ওই বাড়িতে অভিযান চালায় এসময় হাতে নাতে একটি সুট্যারগান ও একরাউন্ড গুলিসহ আটক হয়।
পরবর্তিতে এঘটনায় ছিকরগাছা থানায় মামলা করেন এসআই সাজিব। মামলাটি তদন্ত করে এসআই মুরাদ হোসেন ২০১৪ সালের ৩০ জুলাই আদালতে চার্জশিট জমা দেন।
রোববার রায় ঘোষনার দিনে বিচারক এ মামলার পৃথক দুই ধারায় ১৭ বছরের কারাদন্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
রাতদিন সংবাদ/আর আই







