Friday, December 5, 2025

হরিজনদের পাশে বিভিন্ন রাজনৈতিক দল

বিশেষ সংবাদ- রাজধানীর মিরনজিল্লা হরিজন সম্প্রদায়ের কলোনি থেকে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের পাশে দাঁড়িয়েছেন।

সর্বশেষ বুধবার (১০ জুলাই) পুরান ঢাকার আগা সাদেক রোডের পাশে মিরনজিল্লা সুইপার কলোনিতে বাসিন্দাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এদিন  বেলা ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেনের কর্মীরা সেখানে হামলা চালায়।

এতে হরিজন সম্প্রদায়ের শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বুধবার (১০ জুলাই) ও বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বিবৃতিতে পৃথকভাবে সমালোচনা করেন তারা।

স্থায়ী আবাসনের ব্যবস্থা না করে হরিজন সম্প্রদায় তথা সুইপার কলোনির একাংশের বাসিন্দাদের উচ্ছেদ করার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সিদ্ধান্ত অমানবিক ও মানবাধিকার পরিপন্থি বলে মনে করেন ভয়েস অব কনসাস সিটিজেন (ভিসিসি) চেয়ারপারসন এম. গোলাম মোস্তফা ভুইয়া।

ব্রিটিশ আমলে ভারতের তেলেগু এলাকা থেকে আসা এই হরিজন সম্প্রদায়ের লোকজন কয়েকশ বছর ধরে এই কলোনিতে বসবাস করে আসছেন। নগরবাসীর সেবার জন্য তাদের আনা হয়েছিল। তারা স্বেচ্ছায় এসে ঢাকা শহরে গেঁড়ে বসেননি।

প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম উল্লেখ করেন, এই বর্বরোচিত হামলায় অর্ধশত হরিজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। হামলায় মন্দিরের চেয়ারসহ অন্যান্য আসবাব ও স্থাপনা ভাঙচুর হয়েছে। বর্তমানে মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন।’

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটি এক বিবৃতিতে দাবি করেছে, হরিজন পল্লিতে স্থানীয় কমিশনারের নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে।

‘হাইকোর্টের নির্দেশনা থাকার পরও সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন বরাদ্দ দেওয়ার নামে উচ্ছেদ তৎপরতা উদ্দেশ্যমুলক।’ বলে মনে করে জোট।

বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ হরিজন সিটি কলোনি উচ্ছেদের ক্ষেত্রে হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বহাল রেখেছেন। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, ‘কাউন্সিলর আউয়ালের নেতৃত্বে গত ১০ জুন এই কলোনির একাংশ ভেঙে দিয়ে অনেক পরিবারকে পথে বসানো হয়। ’

উল্লেখ্য, গত মাসের শুরু থেকে মিরনজিল্লা হরিজন সম্প্রদায়ের কলোনি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরেজমিন পরিদর্শন করেন।

রাতদিন-ডিজিটাল ডেস্ক/জয়

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর