গত শনিবার টানা বৃষ্টির কারণে যশোর শহরের পালবাড়ি, খড়কি, শাহ আব্দুল করিম রোড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার ড্রেনগুলোতে ময়লা, আবর্জনা জমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে।
এই পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। গত তিনদিন ধরে ৫ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর স্থানীয় কর্মীদের সাথে নিয়ে ড্রেনগুলো পরিষ্কার করছেন। ময়লা আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে।
কাউন্সিলর রাজিবুল আলম বলেন, ‘টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জনগণের সমস্যা সমাধানে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে চাঁচড়া থেকে পালবাড়ি মোড় পর্যন্ত হাইওয়ের পাশে যে ড্রেনটি আছে সেটি সংস্কারের কাজ চলছে এবং বিভিন্ন পয়েন্টে পুল সংস্কারের কাজ চলমান। এমতাবস্থায় টানা বৃািষ্টর ফলে ড্রেনটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ড্রেনটি ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে’।
তিনি বলেন, ‘ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে’। কাউন্সিলর রাজিবুল আলম এলাকার বাসিন্দাদের ময়লা-আবর্জনা ড্রেনে না ফেলার অনুরোধ জানিয়েছেন।
আর আই-২০







