Friday, December 5, 2025

যশোরে মাকে মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা

ভরন পোষন দাবি করায় মাকে মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন।  বুধবার যশোর সদরের ঘুনি গ্রামের পূর্বপাড়ার মৃত আসলাম খার স্ত্রী রাবিবা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলো ঘুনি গ্রামের পূর্বপাড়ার সোহেল খা ও তার স্ত্রী কামিনী খাতুন।

মামলার অভিযোগে জানা গেছে, রকিবা বেগমের স্বামীর মৃত্যুর থেকে ছেলে ও তার স্ত্রী অকারনে অবহেলা, দুর্ব্যবহার, ভরন পোষন ও চিকিৎসা সেবা দিত না।

রাকিবা বেগম তার প্রতি সদয় আচরন করার অনুরোধ করলে তার ছেলে ও তার স্ত্রী চরম ভাবে ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ৯ জুলাই দুপুরে আসারিমা তাকে মারপিট করে গুরুতর জখম করে।

এরপর রাকিবা বেগমের গহনা ও টাকা কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে ছেলে ও তার স্ত্রী। প্রতিবেশিরা তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

 

রাতদিন সংবাদ/আর আই-১৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর