বিশেষ প্রতিনিধি-
যশোরের অভয়নগর উপজেলার তালতলা-টেকারঘাট সড়কে, ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন কাজল গােলদার (৩০) নামে এক মােটরসাইকেল চালক। শনিবার (২২ জুন) বিকাল সাড়ে তিনটার সময় সড়কের কাদিরপাড়া এলাকায় শিকদার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কাদিরপাড়া গ্রামের সামছুর রহমান গােলদারের ছেলে কাজল গােলদার মোটরসাইকেল যোগে নওয়াপাড়া বাজারের যাওয়ার পথে টেকারঘাটগামী বালি ভর্তি একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিয়ে পালিয় যায়। এসময় ডাম্প ট্রাকের চাকা কাজল গােলদারের বুক ও মাথার ওপর পিষ্ট হলে ঘটনা স্থানে তার মত্যু হয়।
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাতদিন সংবাদ,জয়-







