Saturday, December 6, 2025

স্মাট বাংলাদেশ বাস্তবায়নের পথে-এমপি আজিজ

মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশে কোন মানুষ অভুক্ত থাকবে না। এদেশের মানুষের জন্য নিরাপদ সুখ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলাই তার এক মাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রামের ফলে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে। দেশের মানুষ এখন শেখ হাসিনাকে জাতির উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ভাবছে। ৮জুন কেশবপুর উপজেলার মধ্যকুল-রামচন্দ্রপুর ঠাকুরবাড়ী চারের মাথায় হরিহর নদীর উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সাংবাদিক শাহিনুর রহমানের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দিন আলা, মাষ্টার দিপক কুমার, ইমতিয়াজ উদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ। আলোচনা সভার আগে এমপি আজিজুল ইসলাম সেতু নির্মান ফলক উন্মোচনের মাধ্যমে চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, পৌরসভার কাউন্সিলর জি এম করিব হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকা পরিচারক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। পরে এমপি বিভিন্ন ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সেসব স্থানে আর্থীক সহায়তা প্রদান করেন।

রাতদিন ডেস্ক-জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর