Friday, December 5, 2025

অভয়নগর বিএনপি’র ৭ নেতার দলীয় কার্যক্রম স্থগিতের নির্দেশ

যশোরের অভয়নগর থানা বিএনপির ৭ জন নেতার দলীয় সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু।
সূত্র জানিয়েছে, গত ২৫ মে শনিবার যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ৭ জন নেতার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ‘অভয়নগর উপজেলার আসন্ন উপজেলা নির্বাচনে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শ্রমিক দল নেতা রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সদস্য জিয়া মোল্লা, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সিদ্ধিপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম মেম্বার, শুভরাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওহিদুল মেম্বার এবং নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমানের বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২৫ মে হতে তাদের সকল দলীয় কার্যক্রম স্থগিত করা হল।’
এ ব্যাপারে অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমানের সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর