Friday, December 5, 2025

যশোরের দুই উপজেলার কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরাঞ্জম

আগামীকাল অনুষ্ঠিতব্য যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন গ্রহণের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরাঞ্জম পাঠানো সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নির্বাচনী সরাঞ্জম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলে গেছেন। এদিকে পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ করার সকল উদ্যোগ নেয়া হয়েছে।

আগামীকাল বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় ভোট গ্রহণ হবে। এ দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২জন প্রার্থী। এর মধ্যে বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ১৭জন ও অভয়নগর উপজেলায় ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই উপজেলায় ভোট গ্রহণের লক্ষ্যে আজ দুপুর ১২টা থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। ১৫১টি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাগণ সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌছে গেছেন।

এর আগে যশোর পুলিশ লাইনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় জানানো হয় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে দুই হাজার পুলিশ, ২ হাজার ৪শ’ আনসার সদস্যের পাশাপাশি আরো ৫শতাধিক র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানিয়েছেন, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ভোটগ্রহণ করার সকল উদ্যোগ নেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সমগ্র নির্বাচনী এলাকা।

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর