বাঘারপাড়া অফিস:
বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।
বৃহস্পতিবার ইউপি পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ আশরাফুল কবির।
বাজেট পেশ করেন,ইউপি সচিব সৈয়দ আব্দুল হাফিজ। ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউপি সদস্য সাহানাজ পারভীন, রিক্তা রানী বিশ্বাস,-মোছাঃ হোসনেয়ারা, মোঃ আবু নাছের আলী,শাহিন রেজা,মোঃ সাকাওয়াত হোসেন ,মোঃ ফকরুল ইসলাম, েেমাঃ পান্নু মিয়া , পরেশ, মোঃ মসুদ পারভেজ রিপন, মোঃ শামছুর রহমান, মোঃ সাহিদুজ্জামান কাকন, প্রমুখ। এবাবের অর্থ বছরের জন্য মোট আয় ধরা হয়েছে ১৭.০০.০০০টাকা । এবং ব্যায় ধরা হয়েছে ১৬,৬৫.০০০টাকা । রাজস্ব উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা। মোট উন্নয়ন আয় ১৮০.৩২.৪০০ টাকা । মোট উন্নয়ন ব্যয় ১.৭৯.০৮৮.৪০০ টাকা।উন্নয়ন উদ্বৃত্ত ৭৯.০০০ টাকা।
রাতদিন সংবাদ,জয়-







