আজম খাঁনঃ যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা বাজারে মুরগির বাচ্চাবাহী একটি ট্রাকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার মুরগির বাচ্চা পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। শনিবার রাত ৮টার দিকে
যশোরের মনিরামপুর থেকে নারায়ণগঞ্জগামী বাচ্চাবাহী ট্রাকটি চাড়াভিটা বাজারে পৌঁছালে হঠাৎ করে ট্রাকটির ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন ট্রাকের বডিতে ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা সব বাচ্চা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এসময় স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের
সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ট্রাকসহ বাচ্চাগুলো সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগির বাচ্চা ও ট্রাকের ক্ষতি মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
যশোরে মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন







