Friday, December 5, 2025

যশোর বোর্ডে পাসের হার ৯২.৩৩ শতাংশ,জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ পরীক্ষার্থী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ পরীক্ষার্থী,পাসের হার ৯২.৩৩ শতাংশ। রোববার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহীন আহমেদ। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, চলতি বছরের গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় মোট এক লাখ ৬০ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট একলাখ ৪৮ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ পরীক্ষার্থী। গড় পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যশোর শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাতদিন-সংবাদ:-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর