Saturday, December 6, 2025

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে উল্টে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় আহত ১০ থেকে ১৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতদিন-সংবাদ:-

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর