Saturday, December 6, 2025

দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা ও ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া

সাতক্ষীরা প্রতিনিধিঃ “দুর্যোগ প্রস্থুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালী আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া করে ফায়ার সার্ভিসের কর্মীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুফা ফেরদৌস,জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ,সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সদর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শিমুল রানা, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান সহ আরো অনেকে।

রাতদিন ডেক্স/জয়-২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর