Friday, December 5, 2025

বেনাপোলে ১৪শ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল সাদিপুর সীমান্তে গলাচিপা পোষ্ট এলাকা থেকে ১৩৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী ও অপরদিকে শিকড়ী সীমান্তে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। রোববার ১৫ নভেম্বর ভোরে তাদেরকে আটক করা হয়।বেনাপোল সাদিপুর সীমান্তে গলাচিপা পোস্ট থেকে আটকরা হলেন- সাদিপুর গ্রামের কাশেমের ছেলে মোহাম্মদ মিজান (২৯), একই গ্রামের আফসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০) ও বড়আঁচড়া গ্রামের মৃত খালাসীর পুত্র আলী মোহন (২৭)। শিকড়ী সীমান্তে আটক ব্যক্তি হলেন- মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)। ৪৯, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, করোনা পরবর্তীতে মাদক চোরাচালানীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আজ ভোরে গোপন সংবাদের ভিক্তিতে সাদিপুর সীমান্তে গলাচিপা নামক পোস্ট এলাকা থেকে শূন্য রেখার ১০০ গজ ভিতরে ১৩৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী ও শিকড়ী সীমান্তে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রচলিত আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর