শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত একটি মোটসাইকেল জব্দ করা হয়।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রাম পেঁচোর বাঁওড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের আমির হোসেনের ছেলে আশিকুল হোসেন (৪০) নরানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইকবাল হোসেন (২০)।পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পেঁচোর বাঁওড় এলাকার পিলখানার সামনে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় অভিনব পদ্ধতিতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটককৃতদের নামে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।







